=
বলি-তো বলি, নিরাময়ে বলি৷
আনন্দ-আশ্রমে বলি, পরাধন্যে বলি৷
অনুচিত, অনুকর্মায়- ভাঁপ না দিয়ে, বলি৷
বে-বোধ্য, বিকির্ণ-চ্যুত না হয়ে'ই, বলি৷
কেউ ধরে ভার, কেউ ধরে আবার- অ-সার!
নেয়া'র পিপিসা'র ভরে থাকে, সব-জনায় ক্ষার!
ইতিবিতি'র ইতিবৃত্তে, একদিন- তুলে নেবে ভর৷
যা কিছু খোয়া গেলো, ফিরবে-না শুধু- তার সর৷৷
=


রচনা-সময়- ০৫-১১-২০১৮
=