=
আষাঢ়ে'র পূর্ব-পশ্চিম নিয়ে, দিল শান্ত তাঁজা ৷  
ভেতরে'র অঙ্গে, তার যতো থাক- ভেজা ভেজা ৷


ফাঁক দিয়ে, রোদ্দুর যদি- উঁকি মারে আকাশে জ্বারা ?
ভালো লাগে, তার- অলি গলি আর- ক্লান্তি সারা ৷


কে আছে রঙ্গীন, কে আছে প্রবীণ সুখ-তারা ?
মুছে দেবে- স্যাঁতসেঁতে জমিন আর বৃষ্টি'র পিপাসা ?


ঘর-কুনো হয়ে থাকা- বছরে'র কোনো এক ঋতু-বেলা ৷
স্বাস্থ্য, মেধা আর- মননে'র উত্তম বীজ বিত্ত-বাড়া ৷


কে দেখে- ভূমি, কে দেখে- রবি শীতল পারায় ?
মন-বৃদ্ধি আর- ধ্যান-বৃদ্ধি উষর বানে, বর্ষায় বর্ষায় ৷৷
=
ম. প্র. (২১-০৬-২০২১)
=