=
বয়সে'র বছর, সম্পর্কে'র আঁচড়, আর- মনে'র প্রণোদনায়
তুমি যা?
তাতে এগোনো হয়-তো যায়, তোমার ভেতরে'র ত্রি-ভূমিতে৷
কিন্তু- তাল, আর- ভাল- এক না হলে, থাকে কী মজমা?
প্রশ্ন যাই করো, আর- যা নিয়ে ভাবো?
তার হুকুম হয়-তো আছে, তবে- নূপুর নেই৷
অবস্থানিক এক-টা মান্য-গণ্য-তা রয়েছে৷
তার উৎস ধরে, না এগোলে- পরে পরাধীন হয়৷
কথা বললে'ই, যেমনি- কথা হয়৷
তেমনি- তার আনুপাতিক দামও রইতে হয়৷
ঘুরতে যাওয়া'রও এক-টা ব্যাকরণ থাকে৷
তাকে সজ্জনে না নিলে, পরে- ধরা'র বিপরীতও হয়৷
বলা-টা তাই বলা হলো, মজানো হলো- সংশয়৷৷
=


রচনা-সময়- ০৪-১১-২০১৮
=