=
ডুবে যায় পল বাহু, সমস্ত শরীর
ঐটুকু অবশিষ্ট চিহ্ন বাকি
নজরে খরচ হতে বিন্দু'র রাহাত
সমগ্র হতে তার আবিষ্টতা ভারী ।


উদ্ধার আর উৎসব এক পেয়ালার শরবত
মঞ্চভরে চিৎকার করে মানিক্যরা
বিষাদের ঘর জুড়ে বিধায়কের সুর
বাজে সারা পৃথিবীর জোড়াসাঁকোয়
মাকে জলে সঁপে দিতে যে সুরাসুর
পৃথিবীর কাঁপুনিতে নেই তার অসুর ।


কবে হতে তার বঞ্চনা বিয়োগ সহানুভূতি
সোঁদা মাটি হয়ে মিশে রয় কালের দেহে
মুছেনা মুছেনা রক্ত মহামারী অবাধ ক্ষয় ।


আলেকজান্ডারের নৌকোয় ছিলো সে জল ।
হোমারের নখে ছিলো শুকিয়ে যাওয়া রক্ত ঢল ।।
=
ম. প্র. (০৯-১১-২০১৪)
=