=
করা'র আগে, হয়-না কিছু ৷
করা'র পরে, বুঝে যায়- উচু ৷


তার মানে- প্রমাণ ছাড়া- বিষয় ভারি-
শূন্য, অ-ধরা, অ-মূল্য, অ-নিয়ম'- এর ঘর-বাড়ি ৷


জ্ঞান'- এর দা-কোপ কমতি- বুঝতে'ই দেয়-না,  
আসল'- এর ভার- দেখা, না-দেখা'র মাপে হয়-না ৷


চলতে চলতে চাল-টা জল'- এর মতো- না হয়ে পারে-না ৷
কোনো কোনো মুণ্ডু- তাতে সাতার কাটতে, বিষন বে-মনা ৷৷
=


ম. প্র. (২৩-০৩-২০২১)
=