=
চিন্তা'র নিশ্চিত ভূমি-
মাড়িয়ে হয়-না, সাধন।
সাধনে, ভজন যদি না- থাকে!


কখনো তার- ব্যতীত'ই, হয় উদগম।
কিন্তু- তৃপ্তি'র আস্বাদন-
পড়ে থাকে, মরিচিকা'য়!
কখনো- ফুরত করে,
উড়ে আসে- সাধনা'র নীল!
তাকে মনে মেখে, যে-
স্বাদে'র শীরীন?
তার উপলব্ধি, বেজায়- মজা।


তাই, চিন্তা-গ্রস্ত হই-না, স্বাদ-গ্রস্তে।
নিশ্চিন্ত আর- কাকে বলে?
হা...হা...হা.......।।
=


রচনা-সময়- ১৯.০৫.২০১৮
=