=
তুই ভোর হলে?
আমি রবি।
একে অপরে'র সম্পূরক না হই।
পরিপূরক অবশ্যি।


অথচ-
তুই শাঁখো ছেড়ে
খাল ধরিস-
মন পারাপারে!


কি বিশ্ময়, তোর- প্রতিভায়!
মন রেখে, ধন খুঁজিস-
প্রেমে'র নেয়তায়!


তোকে পেয়েও যে-
পাওয়া হলো-না,
আমার এ ভুবনে!


ঐ এক-টি কারণ-
আমার জীবনে আর-
গুছবে-না, হয়-তো!


তবুও,
রুদ্র'র মতো-
বলতে ইচ্ছে করে-
ভালো আছি, ভালো থেকো।
আকাশে'র ঠিকানায়- চিঠি লিখো।।
=
রচনা-সময়- ১৬.০৫.২০১৮
=