=
সেভ করেন, তিনি ৷
দাঁত মাজেন কিনা- বুঝা মুশকিল ৷
অবশ্য- না মাজা'র, কারণ- দেখি-না ৷


চশমাও পরেন,
শার্ট-পেন্ট-জুতো সব'ই পরেন ৷
হয়-তো আন্ডারওয়ারও পরেন ৷
কথাও বলেন- জ্ঞানী'র মতো,
বুদ্ধিমত্তা'র সাথে, দেখা ৷


এক-টা'ই প্রতি-কূল অবস্থা-
উনি মাথা'র চুল-গুলো আঁচড়ান-না ৷
এক-দিনে'র জন্যেও না, কখনো'ই না ৷


এলোমেলো এক-কথা,
তার মধ্যে অ-যত্ন আরেক-কথা ৷
ও-দিকে চুল-গুলো ছোটো করে, ছাটা ৷


লম্বা চুলে, অ-যত্ন-টা চোখে ধরে-না, যতো ৷
খাটো চুলে, ধরে তার- ততো ৷  


ও-টা কী- ফ্যাশন, না ম্যানশন, ক্লিয়ার-না ৷
টিভি'র পর্দায় যে- লোকে তাকে দেখেন,
তা- হয়-তো ওনা'র মনে'ই থাকে-না ৷৷
=


ম. প্র. (২৩-০৪-২০২১)
=