=
এক-টা অন্তরায়, তোমার-
তোমাকে, প্রেমে'র অনুষদ হতে, দেয়-না৷
তাই, এক-আবর্তে, ঘুরপাক খাও৷
আমার কোনো- পর্ব'ই নেই,
তাই, তোমার আবর্তে, ঘুরতে থাকি৷
আবর্তনে'র এক-টা ফলাফল, হবে- হয়-তো৷
কিন্তু- আমরা একে অপরে'র হবো-না, কোনো-দিন৷
প্রেম যতো'ই করে করুক, চাষাবাদ- হৃদয়-জমিন ফুরে৷
বাধা'র পর্বত ডিঙানো, আমাদের কারো- চৌহদ্দি'র নয়৷
এ কথা, ও কথা হয়, তবু- হয়-না, প্রেমে'র কথা- বিনিময়!
এভাবে'ই এক-দিন থেমে যাবে, যা আছে বিনিময়- সব৷
স্মৃতি'র বহমানতায়- দু-জন, দু-জনা'র কালে'র সাক্ষী হবো৷
তারপর- মুছে যাবে সব ইতিহাস, কেউ জানবে-না, কোনোদিন-
আমরা হেঁটে গিয়েছিলাম, কতো দূর দূরান্তে, হৃদয়ে'র যতো- আহাজার৷
কোনো কোনো অ-প্রকাশিত প্রেম, প্রেমে'র চেয়েও অনেক দামী-মনে হয়৷৷
=


রচনা-সময়- ১৪-০১-২০১৯
=