=
আপন আপন লাগে তাকে
সূর্যরোদের মতো।
যখন যোগাযোগের ইউনিট
মনপুর্তির দরবার জুড়ে থাকে।


রোদ ফুরোলেই সূর্যের অবিকল নিঝুম দ্বীপের
বাসিন্দা হয়ে পড়ে, রাত্রির গোমতীর মতো।
আমি নয়, আমার পরিযায়ীভুক্তে
সে মন দোলানোয় ব্যস্ত।


যাই হোক, তবু আদাবাটার মতো
উপশম দিয়ে যায়, নিত্য খোঁজের বরাতে।
ভালোবাসার তীরে দাঁড়াবার নিমিত্তে
ঐটুকু নিতথ্যভার তুলতে দ্বিধা নেই আমার।
=
ম. প্র. (১৯-১১-২০২২)
=