=
ধর হতে,
পর হয়ে গেলাম- কখন!
বুঝি'ই-নি!
কী খরচ?
কী জমা?
তার হিসেব, কষি-নি।
পর হয়ে,
ধর হওয়া'র বাতিক নেই,
বোলে- সে স্বাধীন।
স্মৃতি'র কৌহিক-গুলো,
জানি- আমার হবে-না,
কোনো-দিন- পরাধীন।
আমিও সে তত্ত্বে, স্বাধীন।
ভালো থাকে, যেনো- অ-দ্বিতীয়া।।
=


রচনা-সময়- ২৫-০৭-২০১৮
=