=
ইতিহাস গড়া'র বিন্দু বিন্দু জল-
একত্রিত হয়ে, মলাটে'র অপেক্ষায়৷
দুই'শ উন-পঞ্চাশ-টি ফোটা'র এক-টি সমুদ্র৷
ডায়রী'র পাতা- ভিজিয়ে চলেছে,
শেষ জল-কণা-টি পৃথিবী'র সর্বোচ্চ মরুভূমি-তে,
গড়িয়ে পরা'র উচ্চারণ হয়, ভালো৷
ভালো'ই-তো হয়েছে'৷
বলছে-
এ-যাবৎ পূর্ব-সূরি-দের, যে- কয়-ফোটা সঞ্চিত হয়েছে,  
তার তুলনায়- এর রং, গন্ধ সঞ্চারণ- উজ্জীবন শক্তি বিরল৷
মরুভূমি এবার- রূপ পাল্টাবে৷  
জলে'র ফোয়ারায়- ঝর্ণাধারা'র উৎপত্তি ঘটবে৷
গড়বে, নবাঙ্কুরে'র বীজ৷
ফসলে'র খেঁজুরে, ভরে উঠবে- মরুভূমি'র বুক৷
অস্তিত্ব হারাবে, নিস্প্রাণ নির্জীবতা৷
পালা-বদলে'র জল-সেচন প্রক্রিয়া-তো, চিরন্তনে'র৷
কিন্তু-
এ নবো প্রবাহ ধারা- অব্যাহত থাকা-টা হবে, অ-নিশ্চিত৷
কদরে, সেরে যাবে- অন্ত-নিশ্বাস অবধি৷
এর বাঞ্ছনীয়-তা বীজে'র উৎপাদিত ফসলে'র নিরিখে-
সঞ্চালকে'র বুদ্ধি-দীপ্ত উপস্থাপনা- প্রচারিক৷
শ্রেয়-মান-তা দেশীয় নয়, কেবল- আন্তর্জাতিক৷
দৃশ্য, অ-দৃশ্য দুই ধারা-তে'ই বিদ্যমান৷৷
=


রচনা-সময়- ০৪/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=