=
একলা সুখের জনম জনম ভুঁড়িতে
একলা থাকার মহাকাল ভর করেছে
ইঞ্চি ইঞ্চি অনুভবে তার বেঢপ নিত্যরস
পল পল দিবারাত্রির বিনা মহব্বতের সরস
রাজ্যবিধিতে অঙ্কিত হয়েছে বিরাণভুমির পরবাস।


যে দেখার মনপুরো নমস্য,
সে দেখে সারাদিন বিবাদাঙ্ক।
যে নেবার দিলধন্য প্রেমাসর,
সে নেয় অচিনাঞ্চলের প্রেতাত্মাভর।
যে বলার মধুরতার বীণবাণী,
সে বলে নিমহারা বুলির বেহেকধ্বনি।


পথের নহাট তবু জীবন ভাপে জীবনে
আশার বুকে প্রেমের সাধ মিটে কল্পমত্তে‌
চলোমান পৃথিবী হাঁটুক পুরণের বাহক সারগামে।
=
ম. প্র. (১৭-০৬-২০২২)