=
ফিরে আসা'র নাম-
যোগ হয়, হয়-তো।
বোধ হয়-না।
আগে'র রাগ-টা-
মুছে যায়-না।
রাগ ভাঙ্গানো যায়, হয়-তো।
মন ভাঙ্গানো যায়, কী?
না।
গেলে?
ভালোবাসা'র ববিতা-
মুখ লুকিয়ে, কাঁদতো-না।
তবু-
ফিরে আসা'র-
এক-টা রব আছে।
এক-টা স্বাদ আছে, নিবড়ো।
তাকে নিয়ে, দাঁড়িয়ে-
থাকা যায়, হয়-তো।
কিন্তু-
বিশ্বাসে'র প্রধুমন-
হয় কী, তার- ততো??
=


রচনা-সময়-০৩-০৭-২০১৮
=