=
গরম-কে, বলেছি- শুয়ে যাও, অথবা- না পারলে, বসে যাও, এক-টু জিরোও ৷ এক-টু আরাম- তোমারও প্রয়োজন আছে ৷ এক-টু বিরাম- তোমারও দরকার আছে ৷
-------
নয়-তো শীতে অ-ফুরন্ত বিরামে, তোমার তর সইবে-না ৷ এক-টু আরাম নাও, মানুষ জাতী-কেও এক-টু আরাম দাও, তোমার বিশ্রামে ৷ ও-দিকে, তোমার কল্যাণে যোগ দিয়েছে, কোরবানি'র মাংস ৷
-------
ইচ্ছা, বা- অনিচ্ছা সত্ত্বেও তুমি মানব-কে, এতো তাড়পাতে পারো-না ৷ বলে দিলাম, হ্যাঁ- এক্ষুণি শীতল হয়ে, পড়ো- লক্ষি বাবু'র মতো ৷
-------
তোমাকে দেখছি, আজকাল বৃষ্টিও ছুঁতে পারে-না, না- ভিজোতেও পারে-না ৷ তুমি কিসে'র তৈরী, বলো-তো ? এতো নিষ্ঠুর নির্মম হও কী করে, তুমি ? অবলীলায় দাবিয়ে বেড়াও অঙ্গ-প্রত্যঙ্গ স্বস্তি-দেহ শ্বাস-প্রশ্বাস সারাৎসার !
-------
এবার- তুমি এক-টু ঘুমাও বুঝলে, আর- মানুষে'র ঘুম-কে, ঘুম পাড়িয়ে যাও ৷৷
=
ম. প্র. (০৪-০৮-২০২০)
=