=
হাসি, নারী'র হাসি, প্রেরণা'র হাসি৷
যে হাসি-তে, ভুবন হাসে- ব্যারেল হাসি৷
মাথা'র বাহন, হাজার কাহণ, দুলে নাচন!
কে যেনো- তুলে দেয়, মাথায় তাজমহল!
ময়না হাসে, প্রাণে'র হাসন, কি- নেহাল!
তোমরা দেখো- এমন দৃশ্য হয়, কি- কখন?
মাথা'র ওপর- মহল হাঁটে, কি- হালকা দেখন!
কবিতায় জুড়তে তারে হয়, কী আর- ক্ষেপন??
=


রচনা-সময়- ৩০-১২-২০১৮
=