=
হাওয়ায় হাওয়া হয়ে যায়
হাওয়াই মিঠাই
গলা দিয়ে নেমে যায়
রসের হার্দিক নিতাই
খেয়েও খাওয়া না হয়
এ কেমন অনুভব ভাই?


তৃষ্ণার ভোর, দুপুর গড়িয়ে
বিকেলে হেলে যায়
হাওয়াই মিঠাই যুগের নমিঠে
হাওয়ায় দিল না হারায়
অচেনা কন্ঠে ঐ শোনা যায় হাঁকরে
হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাইরে।
=
ম. প্র. (২২-০৫-২০২২)
=