=
একা হয়ে গেলেও, কারো- এক-টা পাখি থাকে৷
নরম তুলতুলে কথা- বলা'র, প্রণয়ে ভিজবার৷
আমার শূন্য মন-টা, এতো-টা'ই শূন্য যে-
থাকে-না, এক রত্তি দিক হারিয়ে, সুরসরিত হবার!
সব-থাকা'র সর্ব-শেষ ফলাফলও, যে- শূন্য হয়?
আমাকে দেখে, কার বা- এ বিষয়ে, আতঙ্ক হয়?
দেখা'র চোখে-এক পৃথিবী, আর- উপলব্ধি-তে আরেক৷
এমন বিপরীত-মূখীতায়- কী হয়, হিসেবে'র তারেক?
শূন্য দিয়ে, শূন্য মজাই- আনন্দে'রই হারবড়িতায়!!
=


রচনা-সময়- ২২-০১-২০১৯
=