=
কী কেড়ে নিয়েছো, বিধি- ঐ অল্প প্রাণে?
যে হাত তুলে, চেয়ে রয়েছে- তোমার সনে৷
ঐ অ-বুঝ প্রাণে, দুঃখ কেনো- দিলে, বিধি?
মানুষ গোনায় যে, তোমার সবচেয়ে- নিস্পাপ সৃষ্টি৷
তাকে'ই করলে, নিঃস্ব-নিরব-নিকেতন দৃষ্টি?
হে মাওলা- পূরণ করতে দাও, ঐ না পাওয়া'র কষ্ট-গুলি৷
যে প্রাণে- তুমি'ই দিয়েছো, মায়া'র নানা-রূপ দৃশ্য-মূর্তি৷
তুমি'ই পারো ছড়াতে সব-মনে, সব-ধ্যানে- তৃষ্ণা'র ফূর্তি৷৷
=


রচনা-সময়- ০৩-০১-২০১৯
=