=
কার কথা শুনে কে ভালোকে, আসলকে
বুকে তুলে নিয়েছে কবে?
কেবল তো অন্ধবিশ্বাসগুলোকে
ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে হৃদয়ে হৃদয়ে!


সব জলতরঙ্গের ভেতরে
একটা আনুপাতিক ব্যবচ্ছেদ থাকে।
আমরা বিভাজিত দূরত্ব হতে
তার উপরের বহুভাষী আবরণটুকু মুড়িয়ে তুলি মনে!


কাছাকাছি, পাশাপাশি হওয়ার মাঝেও যে
একটা মেহেকমতি আর্ট থাকে।
বুঝে ওঠার পরিভ্রমণের ফাল্গুনেও যে
একটা অপরিসীম বিনীত ভাব থাকে।


সিম্পাঞ্জি চালে তারে ভাবানুবাদ করলে
হয় না চেনা, জানা আত্মার সানন্দীকরে।
=
ম. প্র. (০৪-০৮-২০২২)
=