=
যা বলি- অন্তপ্রাণ হয়ে বলি৷
কিন্তু- বলা'র তাবৎ হয়ে ওঠে-না!
তবু বলি, বলা'র নাস্তানাবুদ করতে৷
না বললে, যে- হিম-স্তব্ধ হয়ে যায় ভূমি৷
আমার না বলা, যে- বলা'র নেয়-না কেউ৷
বোধে'র রসি জড়ায়ে- উঠি পরাপর নামি৷
যাই'ই হোক ফলাফল- যথা অতঃপর তথা৷
শান্তি'র বাহন হতে, এক-টা সোনা-মন চাই৷
আছে জন হতে, মুক্তি পেতে, নতুন মুখ সুধাই৷৷
=


রচনা-সময়- ২৮-১০-২০১৮
=