=
বন্ধু-রা সব কেমন আছো- লক্-ডাউনে ?
ঘরে'র বাহির যেও-না, কোনো অ-প্রয়োজনে ।


মনে রেখো-
কোরোনা-কাল যায়-নি,
এখনো- উড়ে ।


জানি, ইশকুলে'র ঘন্টা-ধ্বনি অনেক দিন ধরে- শুনতে পাও-না ।
নিরাশ হইও-না, আশা'র কথা- আনন্দ-টা ফিরে'ই আসে, থামে-না ।


ইশকুল-টা খুলে'ই গেছে- শেষে,
বন্ধ তারে রাখা যাবে-না,
চিরো-তরে ।


জ্ঞানে'র আলো না হলে, যে- আঁধার পৃথিবী, বিচ্ছিন্ন সব- জীবন ধারা !
স্বাস্থ্য-বিধি মেনে, তোমরা- ইশকুলে-তে যাবে, পড়বে- পাঠ্য-সূচী'র পড়া ।


ইশকুল পরে- আসবে ফিরে ঘরে,
হাত, পা, মুখ ধৌত করবে- সাবান দিয়ে ।
যাবা'র আগেও তেমন করবে- নিয়ম মেনে,
যেনো- সরে-না, মন মগজ পিয়ে ।


ইশকুলে'র ঘন্টা শোনা'র আনন্দ-টা নিয়মিত হোক, তোমাদের মন-ভুবনে ।
লেখা-পড়ায় মনোনিবেশ করো, স্মাট-মোবাইলে'র জ্বর হতে, থেকো দূরে ।।
=
ম. প্র. (২০-০৯-২০২১)
=
(বিঃ দ্রঃ- ছড়া-টি দশ বছর বয়সী-দের উপযোগী করে লেখা)
=