=
আমাদের মন-বাসরে'র দীপ-গুলো
নিভু নিভু সমন !
প্রদীপে'র পেছনে'র ছায়া-গুলো
ক্রমশঃ উদীয়মান !
রত্নে'র উল্টো পিঠে লেখা থাকে
অ-গ্রাহ্যে'র অভিধান !
বারোয়ারী বিতর্ক আজ
স্মাটফোনে'র ফ্রাঙ্ক দাবানলে মৃত-গান !
সংবিধানে'র কোথাও লেখা নেই
মানুষ মানুষ শুধু সকলে সমান !
শিক্ষা'র পৃষ্ঠা-গুলো পাল্টে হয়েছে
মনিটর, স্ক্রীন ব্যাচ উপাদান !
প্রেমে'র ঘাট-গুলো'র পর্দা সরিয়ে করেছে
নির্লজ্জে'র আবাসন !
পরেছে অর্থে'র মুকুট
সভ্যতা, সংস্কার পেরিয়ে- মানে'র প্রয়োজন !


কী হবে, তবে-
জগত সংসারে'র প্রলুব্ধ হয়ে-
জীবন বিশ্ব-বিদ্যালয়ে পড়ে যাওয়ায় ?


যদি- না থাকে
সময়-টান, আসল নিরূপণ,
আর- মমতা'র ঘের না থাকে, যদি- হৃদয়ে'র দাওয়ায় ??
=
ম. প্র. (১৩-১১-২০২১)
=