=
জল-তরঙ্গ ও বুকেও, নিখাদ ভরে৷
দেখতে পাই, নাড়তে চাই-না৷
নেড়ে দিলে, যা- হবে?
তার শীতল আক্রমণে,
বিষাক্ততা যে- রূপ নেবে?
তা- জলজতা'র মোড় ঘুরিয়ে দেবে৷
আর- মোড় মানে, যে- পরিবর্তন?
এ-কথা কে না জানে?
কিন্তু- পরিবর্তন মানে'ই, যে- পরিবর্ধন নয়,
এ-কথা ক'জন মানে??
=


রচনা-সময়- ১৪-১০-২০১৮
=