=
কিছু কথা-প্রণয়ে'র,
কিছু কথা- জীবনে'র,
কিছু কথা- তার বাইরে'র।
কিছু কথা- মনে রাখা'র,
কিছু কথা- ভূলে যাওয়া'র,
কিছু কথা- জড়ানো'র,
কিছু কথা- ভোলানো'র,
কিছু কথা- তার চেয়ে, বেশী কিছু।
যা- বলা হয়ে ওঠে-নি,
প্রিয়া'র প্রচ্ছদে।
ঠোঁটে ঠোঁট পেড়ে,
যে কথা- পাড়তে হয়।
যে কথা- কথা'র নয়,
শুধু'ই পাড়া'র।
বলতে বলতে, নিশ্বাসে-
প্রলয় এসে, ভিড় জমায়।
দেহে, অনাবিল-
সুখে'র আচ্ছাদন এসে,
মুড়ো দেয়।
সে কথা'র কথা-
বলছিলাম প্রিয়।
যে কথা'র
শেষ নেই,
ইতি নেই,
অন্ত নেই।
জান থাকতে, দেহে।
মন থাকতে, প্রাণে।।
=


রচনা-সময়- ২৪-০৫-২০১৮
=