=
হাস্যরসে'র ছড়া লিখতে,
বাধ্য করে, আমিনুল ৷
আমি-তো ভাই জন্মা-কান্দা-
হাসি'র বিনা-ফুল !
কী করে, রচি অমন-
বিপরীতানুভূতি'র ছন্দ ?
দ্য কপিল শর্মা শো' দেখে,
হাসি'র খোরাক দেয়, লম্প !
কমেডি কথনে'র চেয়ে,
নেহায়েত কথনে'র সস্তা- ভীত !
দশ কথা'র এক কথায়- থাকে,
হাসি'র গুগলি'র উপস্থিত !
জানি-না, ও-রা কেনো হাসে,
প্রতি কথা'র বিপরীত !
বাচ্চা ইয়াদব' নিজে'র কথায়-
নিজে'ই হাসে, তড়িত্‌ ৷
অর্চনা পুরণ সিং' সব কথাতে'ই
হাসে, হা.. হা.. হা.. হা.. !
কেবল- এক-টু খানি হাসি বিলোয়-
গোবিন্দে'র ভাগ্নে কৃষ্ণা ৷
আমার-তো ভাই হাসি'র খোরাক নেই,
শুধু- আছে, জীবন-ব্যপন তৃষ্ণা ৷৷
=
ম. প্র. (২৯-০৮-২০২০)
=