=
নিশ্চয় হয়ে, লাভ নেই৷
পরে`র বানে, হয়ে পড়বে- খড়!
দুঃখ মোছা স্বর-গুলো-
দানা পায়-না, ফিরে৷
বুম্বাস তার- মাথা কেটে রাখে৷
তরল সমুদ্রে`র দিকে চেয়েও,
যেমন জল-হীন!
শক্ত পাহাড়ে`র চূড়ায় ধেয়েও,
তেমন বোধ-হীন!
ভালোবাসা`র রংতুলী-তে,
কবিতা ঘর পোড়া- ত্রাস এখন৷
তোমার একান্ত নিশ্চয়ে,
তুমি- তুমি-হীন৷
আমার হালে, রং ধরাবে- কী?
তোমাকে পেয়ে`ই, যখন পাওয়া৷
তোমাকে ধরে`ই, যখন- জীবন৷৷
=


রচনা-সময়- ১২-০৭-২০১৮
=