=
মেঘে'র গর্জন- ঘুমে'র ব্যামো হলেও
প্র-বর্তনে'র মন তারে, ক্ষমা করে- সাকুল্যে ।
কোরোনা(Corona) প্রাণে'র বায়ু তুলে, নেয়-
ঈশ্বরে'র প্রতীম হতে, স্বর্গ নির্লোভ দেহে'রও !
প্রবীণ মানব পাখি-গুলো মরে যায়- অ-হেতুক !


স্বপ্ন ভাঙা ঘুম হতে,
জেগে ওঠে,
আমরা- জীবন নয়, মৃত্যু দেখি ।


কাল রাত পৈতৃক শিকড় হতে, জন্ম লয়- আরেক-টা মৃত্যু-নদী ।
শিশির শৈশবে জুড়ে রয়েছে, তার- অনবদ্য কিছু অক্ষর, কিছু স্মৃতি ।
কোনো কোলাহল নেই, কোনো আপ্লুত আবেগও নেই !
রোনাজারি'রও মৃত্যু ঘটেছে, মৃত্যু-বাহারে'র অ-সমাপিকা হতে ।


ভুবন আরশ হতে,
নেমে আসবে,
কবে- মরণ-বিয়োগ দূত ?


রূপালী মন-শস্যে কে দেবে, ঢেলে- আমাদের সনাতন গীত ?
বাতাসে'র গায় গায়- ক্ষয়-বারুদ কে দেবে- নিঃশ্বেষ করে, হীত ?
অপেক্ষা'র পাঞ্জেরি বৃত্তে, পুণঃজন্ম হোক এবার- ভাইরাস-হীন জীবন-শহর ।।
=
ম. প্র. (১০-০৮-২০২১)
=