=
যে ভয়, সব ভয়ে'র শ্রেষ্ঠ৷
সে ভয়ে, মন যেনো- শঙ্কিত৷
যে জন পাহারা-রত, সেও আড়ষ্ট৷
কর্মরতেও ছাড়ে-না, তার- ব্রত৷
আহাঃ দেখতে যেনো- কতো অ-মৃত৷
সৃষ্টিকর্তা- না হয়ে পারে- সন্তুষ্ট?
এমন মহব্বত- ছেড়ো-না, জোয়ান৷
বিপদে যেনো- পাও তার- সম্মান৷৷
=


রচনা-সময়- ১৯-১২-২০১৮
=