=
এতো এতো- বিবিধ সপ্ন দেখি !
সব- সপ্নে'র ভেতরে, বিবৃতি শুধু'ই তুমি ৷
কী অ-কারণ দাগ- ফেলে যাও, আমার তুমি ৷
মুছে যাওয়া- তোমার সলিল শিলালিপি নয়, নিরবধি ৷
সন্দেহে'র সব- তার ছিঁড়ে, তুমি এক-তারে'র গিটার- শিরিনা ৷
আমাকে দিয়ে, ফাঁকে ফাঁক দিয়ে, বাজিয়ে নাও, কী- বাদ্য আহা !
সপ্ন ভেঙ্গে উঠে গেলে, হয়ে যাও, অনাবিল বিধায়ক কবিতা-সন্ধ্যা ৷৷
=
ম. প্র. (০৭-০৮-২০২০)
=