=
ধ্যান বা- মন
কোনো-টাই বৃন্দাবনে গিয়েছে,
টের পাই-না।


অথচ-
ওসব ঘোরে নাকি-
মান-টা গিয়েছে, ন্যাড়ায়।


ভাবি- কি দোষ প্রকৃতি'র!
সব'ই-তো বে-বোধ মনে'র,
সামাজিক সৃষ্টি।


যাকে বলি দেয়া- না মুনকিন।
ওসব যে- কায়নাতে'র
অঙ্গুলি নির্দেশে- হাঁটে।!
=


রচনা-দিনঃ ১৫-০৫-২০১৮
=