=
ময়লা-গুলো মনে গেঁথে আছে, সরে-না!
আর- আশাও নেই সরা'র, ব্যক্ত, কেননা-
যা ধরে রাখতে'ই, মানুষে'র আনন্দ-কণা৷
যখন অন্ধকার- দিবস বানায়, রাত্রি-বেদনা৷
তখন ফু চেয়ে ভাগ্য-কে, ঘুরিয়ে দেয়া যায়-না৷
নমস্য, আর- আতিশয্য এক হয়-না, কখনো পথে৷
বেলা বেড়ে গেলেও, মন বাড়ে-না, তার সাথে৷
ভোগান্তি'র পৃষ্ঠা-গুলো, দিগুণ বাড়ে উল্লাসে!
কি বৈচিত্র্য ভাব-ভাবান্তে, পৃথিবী'র কানকো জুড়ে!
দিন চলছে, দিনে দিনে- প্রেমিকা'র পরশ পেতে৷৷
=


রচনা-সময়- ১৬-১১-২০১৮
=