=
পৃথিবী দেখে- মায়া হয় ।
এক অন্বেষণ-জনিত মায়া ।
ডুমুরে'র ফুল হয়ে, ফুটে থাকা- মায়া ।


তাবৎ প্রীত-গুলো ছড়ানো-ছিটানো
সাজা'র উপনিষদ আমার !


এক-টা প্রেম প্রলুব্ধ
জীবন হয়-নি, আমার !
এক-টা সনাতন প্রেমে'র উৎসব-
আমার উপর বর্তায়-নি !
এক-টা ডাক আমার ধমনী-তে
ঐশ্বর্য বিলোয়-নি !


এই সারং পারাপারে-
কেউ আমার জীবনী লিখে-নি !
তাই- স্বর্গ হতে নেমে আসে-নি, তন্বী !
কন্যা নেয়-নি জন্ম !


কন্যা এক-
ঐশ্বরিক জীয়ন-কাঠি'র নাম ।
ভুলে গেলেও সব তিথি,
ভুলে-না পিতা'র এহসান ।।
=
ম. প্র. (২৪-১০-২০২১)
=