=
কেটে টুকরো করতে গেলে, রাগ-টা মিটবে৷
হয়-তো, চিরোতরে'র মুক্তিও মিলবে সাথে৷
অপর-দিকে, চিরোতরে'র শূন্যতায়ও পড়বো৷
কেননা- যে-টা মাথা'র, সে-টা জাঁতা'র হলে-
আপাদমস্তক হাহাকারে'র টানে পড়বো৷
যদি- মায়া'র ঘরে'র, বসতি-বি-রাগ হই মনে৷
তাহলে, যে আবার- মনুষত্ব বিসর্জনে তাড়পানো!
রক্ষা, অ-রক্ষা'র সব ধ্যানে, ভাবতে হয় কারো৷
আমি তার নিকটবর্তী নাবিক, স্ব-জোরো নয়নে৷
কেউ কেউ বুঝতে পায়- আপন লয়ে এখনো!
কেউ কেউ বুঝতে চায়-নি, ইচ্ছা-মুক্তিতে কখনো!!
=


রচনা-সময়- ১০-১১-২০১৮
=