=
সবাই যা- করে,
তুমিও তাই করলে৷
খেলা'র নিয়ম, যেমন- এক থাকে-
সবার জন্যে৷ কিন্তু- খেলোয়াড় ভিন্ন৷
খেলতে, আমিও জানি৷
খেলি-না, বোলে- ভেবো-না,
কোনো-দিন খেলবো-না৷
খেলা'র চেয়ে, মনে'র মেলা-কে,
দাম দেই বোলে, নমরুদ হই-না৷
বেঁচে গিয়ে, ভেবো-না-
পার পেয়ে যাবে, উশুল বিনা৷
=


রচনা-সময়- ১৫-০১-২০১৯
=