=
জনম জনম অপেক্ষা, যে- মধুময়তা'র?
আমার ভেতরে, অন্যে'র?
অন্যে'র ভেতরে, আমার?
তার দেখা পেয়েছি-
আমার- আমাকে, বিশ্লেষণ করে'ই।
অন্য-কে তার- মুর্দা হতে, দেখে-
এভাবে পরাম্পর হতে দেখে-
অন্য সুখ-গুলো পিষেছি, মন-তলায়।
জাগতিকতা'র রেশ যে- সারা-বেলা।
মন আচ্ছন্ন করে, ফিরে দেখা-
মধুময়তা'র পুরো-শাখা-
জন্ম-জন্মান্তরে'র খেলা।
যার রব রয়েছে, দিলে'র আনচান-
এ-বেলা- খোয়া-বেলা।।
=


রচনা-সময়- ৩১-০৫-২০১৮
=