=
হয় তো হয়৷
না হয়, হয়'ই-না৷
যদিও পরাগ হতে ফুল৷
এমন-না৷
এখানে সংকল্প- স্থির৷
বিধায়-
তুই-টা, তুমি হয়-না৷
পড়শী'র বোন-টা- প্রেমিকা হয়-না৷
দোলা হয়,
রোমাঞ্চিত অনুভব-
উড়ে এসে, জুড়ে রয়৷
কিন্তু-
মন হয়-না, প্রেম-পাললিক৷
শুধু'ই মরিচিকা-ভর!
তবু- তার ভেতরে-
রাজ্যে'র জীবন-জরীপ-অন্তর৷
কেউ দেখে- চর,
কেউ দেখে- ঊষর৷
কি বিভিন্ন প্রাণ-প্রান্তর!!
=


রচনা-সময়- ১৫-১১-২০১৮
=