(সচলায়তন'- এ পড়া ৷
আড়াই-যুগে'র অধিক সময় ধরে- বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখা ছাপানো,
লেখক'- এর সম্মানী নিয়ে, আফসোস'- এর কাহিনী পড়ে, এ লেখা ৷ )


=
ছাড় দিয়ে- হ্রাস করলে, হ্রাস- বৃদ্ধি হয়ে যায়-না ৷
মূখ্য-কে গৌণ করে- উপস্থাপন করলে, দাবী আদায় হয়ে যায়-না ৷
প্রতি-টা সেকেন্ড, মিনিট, ঘন্টা'র কলকব্জা ধরে- টান না দিলে,
মজুরি  আদায় হবে-না, হবে-না সম্ভ্রম হতে, ভ্রম পৃথক করা'র সামর্থ্য ৷
লেখালেখি' পার্কে বসে- প্রেমিকা'র সাথে, হাসাহাসি করে- বাদাম চিবানো নয় ৷
চিন্তা-সূত্র লাগে, নিষ্ঠ-তা'র একাগ্র লাগে, লাগে স্থির-যুক্ত মনে'র সাথে শ্রম ৷
শ্রম'- এর মূল্য গার্মেন্টস্ কর্মী-রাও আদায় করতে পারে,
কেবল- লেখকরা'ই অচল মাল হয়ে পড়ে থাকলো ৷
সংগঠন হতে সাংগঠনিক হয়ে, এবার- আওয়াজ তোলা'র সময়-
মনে গেঁথে না নিলে, ব্যথা-বেদনা-গুলো অমরত্ব খুঁড়বে, দিগন্তে'র সব দিগন্তে ৷
আফসোস আর- বদান্য-তা'র বুলি দিয়ে, অধিকার আদায় হবে-না, বাংলাদেশে ৷৷
=
ম. প্র. (০৯-০৭-২০২১)
=