=
আমার কাছে, তোমার কী ঋণ?
মরিচা পড়া ঘাসে'র কাছে, পৃথিবী'র যে ঋণ!
আশ্চর্য!
বুকে কান পেতে, শোনো-নি কী তবে-
হাওড়ে'র কাছে, কোনো ঋণ থাকে-না,
জল আর- পাখী-দের, মৎস্য-দের৷
টাঙ্গুয়ার-রা বুক পেতে, শুধু- ঐতিহ্য
বিলিয়ে যায়, ফিরে নৃ্ত্যম সীমানায়৷
তোমার অস্তিত্বে, আরো- যতো-টুকু নিশ্বাস
বিলি করা যায়, তার চেয়ে খাঁটি হবে-না,
কোনো কিছু৷
এবার নিশ্চয়ই বিশ্বাস-কে বিলি করবে-না,
ঋণে'র ভূষায়?
তুমি যে আমার সারা প্রাণে'র চৈতন্য
বিলি-করণে'র নরম সমুদ্র-পথ৷
যার শুধু- ঢেউয়ে'র ফ্লেপ ঘাটতি৷
কিন্তু- রয়েছে, অবারীত মাখন ক্ষমতা৷৷
=


রচনা-সময়- ২০১৪-২০১৫ এর যে কোনো এক-দিন৷
=
সংশোধিতঃ দাড়ি, কমা, বিরাম-চিহ্নে৷
=