=
সব হারানো'র গল্প-
মানুষে'র ।
আর- কারো নয় ।
প্রত্যাশা'র আড়ং চড়া ।
বাদ বাকি'র
অন্ত্রে'র আরশি মেটাতে'ই
লগ্ন-সার ।


খোয়া তার- ঘরে'র ময়না ।
যে- সৌখিন জমায় ।
পাখি'র উড়ে যাওয়া'র বেদনা-
যারে নাড়ায়-না ।


হয়-তো সে-
ইন্দ্রজালে'র মৃত ফাঁস ।


মরিচিকায় মোড়ানো-
মানুষ এক-দিগন্ত হ্রাস ।
হাতে'র কড়ি ধরে-
ঘর বাধা'র আশ ।।
=
ম. প্র. (০৪-০৯-২০২১)
=