=
তুই মায়া করিস- ভেতরে।
ওপর-টা রাখিস- ফাঁকা।
না, তাও কী?
কিছু-তো বলিস।
কিছু-তো শুনিস।
তাও কম, কোন- পাল্লায়?
জানি-
তোর এক-টা দেয়াল আছে,
দিল সম্পর্কিত।
ওটা ভাঙ্গতে পারছিস-না, এই-তো?
ওটা মুশকিল নয়, ভাবিস।
এক পাত্তি হতে,
অন্য পাত্তি-তে যেতে,
যে- মতি লাগে?
তা, তোর- রণিত আছে।
শুধু-
দিল-কে, নিরব- প্রশ্ন দরকার।
তাই হয়-তো করিস-না।
এক-টু খুলে যা- মনারণ্য।
ধ্যানে রাখিস-
মায়ায়- মায়া'র আতিশয্য নেই।
ভালোবাসায়- তা চিরোত্তম পূর্বশর্ত।।
=


রচনা-সময়- ০৪-০৭-২০১৮
=