=
মার্বেলের চকচকে ধাতুময়তা'র কাছে,
একদিন সঁপেছিলাম ধ্যান।
কবে যে- না কয়ে,
বেলা ফুরিয়ে গেলো?
টের'ই পাওয়া হয়-নি!
তোমার ঝকঝকে চোখে,
একদিন রেখেছিলাম চোখ।
কবে যে- না বুঝে,
ছানি টানিয়ে দিলে?
বুঝা'ই হয়-নি বেলা!
আর- বেলা ক্ষয়ে গেলে,
যে- অন্ধকার অন্ধত্ব বরণীয়?
তার- বলার অপেক্ষা রাখে, কী- মন?
আলো-টুকু বর্গা দিয়ে, তুমি তবু-
সুখে থেকো, মধু মধুনীতা।।
=


রচনা-সময়- ২৪-০৭-২০১৮
=