=
মিলনের আসর জমাট ঐ লেখক প্রাঙ্গণ
মহামিলন মেলা তার প্রবর্তীত নামকরণ উপকরণ।
কতো কবিতা, গল্প, প্রবন্ধ, নাটকের সমীকরণ
কতো প্রান্ত, বিবরণ ছুঁয়ে রয়েছে তার বিচরণ।


উপস্থিতির যা যে মোহন থাকুক সম্মিলন
ভালোবাসা বিনিময়ের আর কী আছে প্রজ্ঞাপন?
মহামিলনের আসরে সকল লেখকসত্ত্বার উদয়ন
প্রাণঢালা শুভেচ্ছা আর অভিনন্দনের বিতরণ।


একদিকে আনন্দাসর, আরেকদিকে নন্দনবাসর
উভয়ের উদ্ভাবনী চমকপূর্ত কন্ঠনীলের হৃধর।
দিল দিয়ে দিলের বনিবনা যা হয় হোক
অক্ষরের পানশালায় মহামিলনের যাবতীয় জয় হোক।
=
ম. প্র. (১০-১২-২০২২)
=