=
পারা, না পারা'র খেলা নয়- সব-সময় ৷
তবু- পারা'র পরীক্ষা দিতে হয়, সারা-ময় ৷


ধূসর হবার কোনো- নিয়ম নেই, ধর-ময় ৷
তবু- উজ্জ্বলতা'র তাগিদ বোনে রয় ৷


মন মানে-না, সত্য ধারণে, বিগল হতে পৃথিবী-ময় ৷
তবু- সত্যে'র জয় চাঁদ'- এর আলো সয় ৷


নিয়ম না মানলে হয়, হবে- জীবন ক্ষয়, হায় ৷
তাই- মন না চাইতেও বিরুদ্ধে'র দিতে হয়- সায় ৷৷
=


ম. প্র. (২৫-০২-২০২১)
=