=
এক-টু এক-টু করে,
পুষবো তোকে, মানতি৷
অতঃপর ঘরে'র হবি৷
তোর তাড়া নেই, জানি৷
আমি লগ্ন কাটতি করতে, পারি৷
সুবাসে'র আধার কম নয়, মানি৷
তুই আমার লক্ষি-সোনা, জানি৷
কেননা-
ফুল, আর- চুলে'র ফারাক-টা, বুঝি৷
তুই শুধু- তোর করণীয়-তে,
টান রাখবি৷ মানতি৷৷
=


রচনা-সময়- ১৪-১০-২০১৮
=