মন্তব্য করা-টা কী খুব জরুরী? কোনো বিষয়ে কোনো কিছু উপলব্ধি করলেই কী মন্তব্য করতে হবে? এমন-তো হওয়ার কথা নয়। মনের বিপুল ভাণ্ডারেও শুধু তার বসবাস হতে পারে। কিন্তু- কেউ আছে, দুনিয়াদারীর হিসেব-নিকেশ-কে অবজ্ঞা করে, যেনো তুচ্ছ করার মনোভাবে মন্তব্য করে। এই মানসিকতার মানুষ-গুলো ওঁত পেতে থাকে, কখন তার প্রলয় করার সুযোগ আসবে। আর- মনের বেসাতি ঢেলে দেবে, উপরি করে। খেয়াল করেছি, বাংলা-কবিতা.কম'- এ কিছু মন্তব্য আসে, "আইডি ছাড়া"। এরা নিজেরা কিছু জানে না, বা- পারে না। তাই মনে হয়- হিংসাত্মক মনোভাবই এদের জীবন রেখার পুঁজি। এরা না তুলনা করতে জানে! না বিষয়ের মর্মার্থ উদ্ধার করতে জানে! জানে কেবল একটাই- জনমনে হিংসার নপুংশকতার ইচ্ছেবোল ছড়িয়ে দেয়া! এক-দিকে, আইডি-বিহীনতায় মূল্য-হীন, অ-সাড় মন্তব্য করার স্পর্ধার জোয়ার পরিলক্ষিত হয়। অন্য-দিকে, রিপ্লাই করে তার কাছে পৌঁছানো অনেক-টুকু জটিল হয়।


bangla-kobita.com'- এর পরিচালক-বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- আইডি-বিহীন কেউ যেনো মন্তব্য করতে না পারে, সেই ব্যবস্থা করলে, অদ্ভুত ও অ-হেতুক মন্তব্যের হয়রানি হতে, রেহাই মিলবে বোলে মনে করি। যারা এর মুখোমুখি হয়েছেন। তারা এর সমর্থনে থাকবেন, আশা রাখি।।
=
ম. প্র. (০১-০২-২০২৩)
=