=
অন্যের যে পারদর্শীতায় নিজের অক্ষমতা
বা স্বল্পতা বিরাজমান।
তার সর্বৈব উপলব্ধি থাকাও কম পারদর্শীতা নয়।
তারে আগুনে দগ্ধ করতে চাওয়া পরমান্ত হয় না কখনো।
তারে জলের শীতলতায় কাম্য করার বাসনা
যার অন্তরে বিদ্যমান
সেই পারে আলকে মকমল করতে।
আমাদের, তোমাদের সংখ্যা সেখানে আপামর খুব নগণ্য।


উর্বরকে সমতলের পিঞ্জরাবদ্ধ করবার
পায়তারা এখানে প্রকল্প। তবু
মানুষ ভালোবাসে নদী, প্রেম আর
ফুলের বিনিময় সজ্জিত কথ্যধ্বনি।
অমিমাংসিত বন্দরে কে তুলতে চায় হৃদয়ের ইমারত?
মানুষ শুয়ে গেলেই মরে যায় না।
কেউ মরে গিয়েও দাঁড়িয়ে থাকে কালক্রম।
জীবনের পৃষ্ঠা খুলে পড়ার তাগিদ নগদ
কতো অন্তরের বাসিন্দা?
কেউ স্রোতধারায় ভিজে থেকেও পায় না
জলোচ্ছ্বাসের ঠিকানা!
মানুষ বাঁচে কোথায়, কোন গ্রহে, কোন সমন্বয়ে?
=
ম. প্র. (০৯-০১-২০২৩)
=