=
গতি উর্ধ্ব হওয়া'ই নিয়ম, নিয়তি ।
তাতে সম্মান, সাফল্য, তথাস্তু জড়িত ।
তবে- কিছু উর্ধ্ব পথে লঙ্কা'র ঘর বৃদ্ধি !


নিত্য যাপিত সুখে অনটন স্বয়ং রবে অ-তৃপ্তি ।
বালু-সার হয়ে ওঠে হৃদয়'- এর পড়শী ক্ষুধা ।
সৃষ্টি'র বিরুদ্ধ শক্তি'র রোজনামচা তবু- সত্যি !


রমজান'- এর আগমন মমত্ব, সদয়, প্রীতি'র ঢৌকন অটল ।
মানব'- এর মনে তখন- আসর বসে রঙরলিয়া প্রকট নিটোল !
পর্বে পর্বে আস্তর খুলতে খুলতে, গড়ে তুলে বোধ-হারা মর্ম-বিকল !
পরে- না থাকে সাধ্বি'র, না থাকে সাধনা'র, মনুষ্যত্ব আকাল বিরল ।।
=
ম. প্র. (১৩-০৩-২০২২)
=