=
আশ্রয়, আর- প্রশ্রয়ে'র- সর্ব-ভূমি যেখানে?
সেখানে'ই, মায়ে'র অস্তিত্ব বিরাজ- সর্বাগ্রে৷
কে না- জানে, কে না-বুঝে, অনুভবে?
স্বর্গীয় সম্পর্ক-তূল্য- এক-টা'ই সম্পর্ক, পৃথিবীতে৷
সব বিপদাপদ্‌ জুড়ে, সন্তানে'র একনিষ্ঠ পক্ষে-
মায়ে'র ভূমিকা'র অধিক- কে থাকে, ধরণী-তে?
শুধু- মানব সম্পর্কে'ই, এর আদর্শ- নেয়ামত নয়৷
সকল প্রাণী-কূলে'ই, তার নিদর্শন- সমান বয়৷৷
=


রচনা-সময়- ২৬-১২-২০১৮
=