=
মন কী?
কিছু কী?
হয়-তো কিছু।
না হলে,
মন না থাকলে,
মানুষ- মানুষ হয়-না, কেনো?
জানি-না,
মন কী- আমার ভেতরে?
নাকি- আমি, মনে'র ভেতরে?
তবে- মন বোলে,
কিছু এক-টা-
ভেতরে নড়ে-চড়ে!
তার উপলব্ধি হয়, বারেবারে-
প্রতি-ক্ষণে, প্রতি-ঘটনায়।
মন এক অ-দৃশ্য উপলব্ধি।
যা- ভেতরে নড়ে-চড়ে।
নিজে'র ভেতরে,
অন্য কেউ যেনো-
বাসা বানিয়ে, বসত করে।।
=


রচনা-সময়- ১৯.০৫.২০১৮
=